ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
"ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের উপযোগী সদা প্রস্তুত প্রথম শ্রেণীর দক্ষ ও গতিশীল মানব সম্পদ গড়ে তোলা।”
ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সাধারণ কার্যাবলীঃ
১। প্রশাসনশাখাঃ ব্যবস্থাপনা উন্নয়ন ওপ্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, সেবা ধর্মী মানব সম্পদ ওকর্মিবাহিনী গড়ে তোলা।
২। ত্রাণশাখাঃ তাৎ ক্ষণিক ত্রাণ সহায়তা দিয়ে দুর্যোগ পরবর্তী আর্তমানবতার সেবা করা এবং ক্ষতিগ্রস্থ জনগণের পুনর্বাসনের ব্যবস্থা করা। আপদকালীন সময়ের জন্য ত্রাণসামগ্রী সংগ্রহ মজুদ রাখা, বিতরন করা ও সদা সজাগ থাকা।
৩। ভিজিডি শাখাঃ দুঃস্থজনসাধারনকে বিশেষ বিশেষ সময়ে খাদ্য সহায়তা দিয়ে খাদ্য নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনয়ন করা। প্রশিক্ষণ দিয়ে দুঃস্থ্ মহিলাদের দরিদ্র বিমোচনের জন্য আয়বর্ধক কর্মসূচীতে সম্পৃক্ত করা।নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার ইকুইটিতে সহায়তা করা। ঝুঁকি হ্রাস কর্মসূচীর আওতায় অনুদান ও ঋণ প্রদানকরে দুর্যোগে ক্ষতিগস্থ জনগণের আর্থ সামাজিক উন্নয়নের ব্যবস্থা করা।
৪। কাবিখা শাখাঃ অকৃষি মৌসুমে কর্মহীন কৃষি শ্রমিক ও দারিদ্র পীড়িত জনগোষ্ঠির দুর্দশা নিরসনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচীর মাধ্যমে খাদ্যনিরাপত্তার আওতায় আনা।গ্রামীন অবকাঠামো সংস্কার ও বিশেষ কাবিটা কর্মসূচীর আওতায় দুর্যোগেক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে স্থানীয় কর্মক্ষম শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং ক্ষতিগ্রস্থ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণ করা।
৫। প্রকৌশল শাখা (সেতু/কালভার্ট)- গ্রামীন অবকাঠামোর ক্ষুদ্রাকার সেতু/কালভার্ট নির্মাণ করে গ্রামীন সড়ক যোগাযোগের উন্নয়ন ও স্থানীয়ভাবে কর্মসংস্থানের সৃষ্টি করা।
৬। মূল্যায়ন ও পরিবীক্ষণ শাখাঃ অধিদপ্তরের মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচী নিবিড় তদারকী, মনিটরিং ও মূল্যায়ন করা। বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশ করা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস